By Aayushi Dey

লিখেছি একটা চিঠি ,খুব মন দিয়ে| ডাক কে দিয়ে পাঠাবো জলদি বোধহয় |কিন্তু ঠিকানাটা খুঁজে পাচ্ছিনা, খুঁজেও বা মনে হচ্ছে খুজতে চাইছিনা ,জেনে বোধহয় |
চিঠি টা ভালো করে রেখে দিলাম ,বাক্স তে আমার |
কারণ জানি আমি, আমি পাঠালেও উত্তর আসবেনা কোনোদিনও তোমার||
তবুও ,যতদিন পারছি লিখে যাবো চিঠি আমি,একটা আমার তরফ থেকে তোমায়, আর একটা তোমার আমায়
সেই চিঠি তে কি আর কি ভাবে লিখতে হবে বুঝে নেবো আমি|
খাওয়া,ওঠা,বসা,চলা সবই তো চিনি আমি
বহু বছর যে চিনি তোমায় |
গুছিয়ে রেখে দেবো বাক্স তে| বাচ্চা দুটো দুপুর দিকে লুকিয়ে চিঠি পড়ে খুব খুশি হয়||
সেটাই জানালাম তোমায়
এই দিয়ে আমার আজকের ডায়েরি লেখার পালা শেষ
আশা করি, তুমিও ভালো আছো ওখানে বেশ||
Translation - Aamar Chithi aamay
Wrote a letter to you ,one noon,
Sorry may not be able to post so soon,
Maybe I know the reality way too well .
Kept the letter in a box of mine ,
Cause I know even if I send
You would not reply ;
Still I will keep on writing till I can ,
One from me and your reply,
How? Don't really worry
Walking,talking,eating ;
I know you way too well
So I know how you comply .
I will keep it in the box again ,
As I do usually retain ,
The kids like to read those conversations,
Feeling they are well coordinated ,
And I will take no action.
That's all I had to inform you,
Dear Diary!
And hopefully you are well there too.
By Aayushi Dey
Wow 👌
good
Nicely written
Beautifully sad 😭
Daroon hoeche