By Gazi Tousif Saif
এখন সাংবাদিকতা মুখোশধারী,
রঙ বদলের পাল্লা দিয়ে
হেলায় হারায় গিরগিটিকে।
অপুষ্টিকর মুখরোচক বার্তা দিয়ে
ঘড়ির তালে যায় এগিয়ে।
রক্তাক্ত বাকরূদ্ধ স্বাধীনতা
ক্ষমতাবলের নখ আঁচড়ে।
মন গড়া যত মন্ত্র পাঠক
বিধান নীতি দিচ্ছে ছিঁড়ে।
রাজপথেতে বিষের বুলির স্লোগান ওঠে।
মন্ত্রী নেতা উলটো জুতোয় মিছিল হাঁটে।
বধির হয়ে সংবাদদাতা
ক্যামেরার মুখে কুলুপ আঁটে।
স্বাধীনতা?অধিকার?গণতন্ত্র?
কেবল সংবিধানেই আছে লেখা।
চশমা এঁটে তাকিয়ে দেখো
দেশের মানচিত্রে ওসব ফাঁকা।
By Gazi Tousif Saif
Comments