By Gazi Tousif Saif
বলার সময় সব ভাষাতেই থাকে
উচ্চারণ, ব্যাকরন
আর বানান ভুলের অশুদ্ধতা,
কন্ঠস্বরের কর্কশতা।
তাই আমি নিরবতাকেই বাছলাম।
নিরবতা তো পবিত্র ও শুদ্ধ
অনেকটা ভালোবাসার মতো।
এ ভাষায় দু নয়ন কথা কয়
আর শ্রোতা কেবল দু নয়নই।
এ ভাষায় কোনও শব্দ নেই,
কেবল অনুভূতি,অনুভূতি আর অনুভূতি
যা অন্তরাত্মাকে প্লাবিত করে দেয়।
By Gazi Tousif Saif
Comments