By সায়ন কুমার দে ( Sayan Kumar De)
প্রায়, এক থেকে দেড় বছর পূর্বের ঘটনা ছিল এটি।
হঠাৎ কোনো ,এক-রাশ খুশির দূতের ন্যায় আগত হয়েছিল...সেটি।।
দুটো খাড়া কান, চারটে পা...আর একটি লেজ ছিল এর শরীরে।।
নেহাতই...শান্ত, চুপচাপ, নীরিহ গোত্রের...আহারে!!
না! না!... কুকুর নয়, কুকুর নয়!....একে বলে বাঘের মাসি।।
ছেলে বেড়াল, কিন্তু...ছোট্ট খাট্টো একটি দস্যি।।
সারা বাড়ি দাপিয়ে বেড়ানো, এদিক্-সেদিক্ যাওয়া, ইত্যাদি ছিল...ইহার রোজকারের কাজ
সাথে,... বাড়ির ভেতরে potty করেই... ভিজে বেড়ালের... নিত সে সাজ!
সেই potty, অবশ্যি... করতাম না আমি পরিষ্কার, বটে।
এই কাজ ছিল...আমার বাবার part -এ!
দাপট of বাঘের মাসি, wherever বাড়ির ভেতরের
বাড়-বাড়ন্ত করেছিল... বন্ধ, মিছিল ইঁদুরের।
যথাপি,... প্রথম দিকে কিন্তু আমরা বুঝতেই পারিনি...কি ছিল ইহার gender !
Cute, এটিকে ঘিরে, বারংবার... হাঁসতে-হাঁসতেই, করতাম আমরা surrender.
লাল রঙের, নাদুস-নুদুস... গোলগাল, চক্চকে লোমশে মোড়া ছিল ইহা,
নিজেকে পরিষ্কার করতেই...ব্যাস্তপ্রায় ছিল, এর জ্বিহা।
আমাদের যাবতীয় সব কাজ, দেখা চাই তার,... তার শেখা চাই।।
ধমক-ধামক দিয়ে তাড়িয়ে দিলেই...বেচারার প্রাণ করত আইঢাই।।
ধীরে ধীরে, বড়ো হয়ে উঠতে শুরু করল এটি....প্রকাশ পেল এর পৌরুষ।
'লাল্টু' নামকরনের... যথার্থতাতেই প্রতিবেশীরা হয়েছিলেন...বক্ বক্ খুশ্!
সব্বাই চিনতেন, এক ডাকেতেই...আহারের হত না অভাব কোথাও!
Appointment নিতে হত, একপ্রকারের... for the camp of ইঁদুর হাটাও।
Mr. লাল্টু বিখ্যাত তখন,..্ গরম ছিল তার বাজার।
আমার বাড়ির চৌহদ্দি পেরিয়ে...অনেকের বাড়িই ছিল তার অবারিত দ্বার!
professional, ইঁদুর killer!!
রমরমা, ছিল...Mr. লাল্টুর Agency-র বাজার।
Anyway..., সময় এগোলো অনেক,...লাল্টুও থাকত না আমাদের বাড়িতে, আর!
ইতিমধ্যে, এর...বেশ কিছু শত্রুর অবির্ভাব ঘটছিলই, বারংবার।
প্রতিবারই লাল্টু, বেঁচে ফিরত...নিত আমাদের আশ্রয়।
আর কিছুদিন পর যা ঘটতে চলেছিল... তা ছিল এক বিশ্বয়।
বেশ কিছুদিনের জন্য আমরা গিয়েছিলাম ,করতে হাওয়া-বদল।।
ফিরে এসে দেখি...লাল্টুর কোমর ভাঙা,...বেহাল অবস্থার ফল।।
এত খারাপ অবস্থা, যে দেখা যাচ্ছিল... না চোখে।।
মেনে নেওয়াই অসম্ভব ছিল...আমাদের পক্ষে!
খ্যাতি হারাল লাল্টু..., ভগ্ন প্রায় শরীর গ্রাস করল ইহাকে।
প্রতিবেশীরা কেউই এলেন, না... বাড়িয়ে দিতে সাহায্যের হাত, আমাকে !
কিছু দিন বাদেই, প্রাণ বায়ু বেরোলো... ,লাল্টু ত্যাগ করল শেষ নিঃশ্বাস।
মৃত্যুর কিছুদিন আগে...ওর চোখের জল, দিয়েছিল...আমাদের পূর্বাভাশ।
চলে গিয়েছিল লাল্টু... করে সব্বাই কে স্তব্ধ!
বাঁচার অক্সিজেন চলে যাওয়ায়... জীবন হয়ে উঠেছিল বদ্ধ।
লাল্টু আজ নেই!...মাটির সাথে মিশে গিয়েছে তার শব।
আশ্চর্য এই পৃথিবীতে...আবারও শোনা যাচ্ছে, "ছোট্ট, অন্য... এক লাল্টুর কলরব! "
By সায়ন কুমার দে ( Sayan Kumar De)
Comments