By Gazi Tousif Saif
আমি কী নিয়ে কবিতা লিখব?
চারিদিকের এই ধোঁয়াশা,বিষাক্ত বাতাস
আর শ্বাসকষ্টের কবিতা লিখব?
নাকি আবর্জনা,শব্দরাক্ষস
আর নদীস্রোতে রাসায়নিক বিক্রিয়ার?
আমি প্রস্ফুটিত লাল গোলাপ কুঁড়ির
কবিতা লিখতে চেয়েছিলাম।
রক্তস্রোতে রাঙা এ আধুনিক সভ্যতা চাইনি।
আমি পাখির সুরেলা কন্ঠ চেয়েছি।
মানুষের কষ্টের আর্তনাদ চাইনি।
পাখির উড়ান নেই, ফুলের সৌরভ নেই,
শান্ত রাজপথ নেই,
ভালোবাসার অঙ্কুরোদগমটুকুও নেই।
আকাশ জুড়ে উড়ছে যুদ্ধ বিমান
আর বাতাসে বিস্ফোরণের গন্ধ।
বিশ্বজুড়ে চলছে ধ্বংস যজ্ঞ।
উড়ন্ত সাদা পায়রার ঝাঁক
গ্রেনেড হামলায় নিহত।
শান্তির চিহ্নটুকুও নেই।
পাহাড় ভাঁজের উপত্যকায় ফুটে ওঠা
একটু আশার ছোট্ট ঘাসফুলও
মুচড়ে দিয়েছে কাঁটাতার সীমানার লড়াই।
মানবতা মরে গেছে বহু আগে।
বিশ্বজুড়ে এ কেবল মানবতার কঙ্কাল!
আমি কী নিয়ে কবিতা লিখব?
কৃত্রিম দাবানলে ভস্মীভূত
বিশাল বৃষ্টি অরন্যের?
রঙীন ম্যাকাউ আর টুকান পাখির
পোড়া পালকের কবিতা লিখব?
নাকি দগ্ধ ক্যাঙ্গারুর,ভষ্ম কোয়ালা
আর সারি সারি উটের লাশের কবিতা লিখব?
অরন্যের হাসি নেই,পুরাতন প্রাণ নেই
মেরুতে বরফ নেই, নির্মল বাতাসটুকুও নেই।
আকাশ জুড়ে দূষনের কালো মেঘ
আর অম্লবৃষ্টির ধারা।
ধরিত্রীর মৃত্যুদণ্ড দিল যান্ত্রিক আধুনিকতা।
প্রকৃতির গোরস্থানে গড়ে উঠছে আধুনিক সভ্যতা।
কোথাও আবেগ নেই, মমতার ছায়া নেই।
জনপদে কেবল বিভেদ রেখা!
হত্যা,ধর্ষণ আর দাঙ্গার উন্মত্ততা।
কী নিয়ে কবিতা লিখব আমি?
উদ্বিগ্ন কলম থেমে যায়, দোয়াত শুখিয়ে যায়।
আমি কী নিয়ে কবিতা লিখব?
By Gazi Tousif Saif
Comentarios